ভুল করে যদি তোমায়
কষ্ট দিয়ে থাকি
ক্ষমা কর বন্ধু আমায়
একথা বলে রাখি।
এমনতো কথা ছিল না
তুমি শত্রু হবে;
হবেই যদি শত্রু তুমি
বন্ধু কেন হতে গেলে?
শত্রু যদি হবেই হবে
তবে কেন হাত বাড়ালে
কেন তুমি আপন করে
দূরে শেষে ঠেলে দিলে?
এমন হবার কথা ছিলোনা
তোমার সাথে জানি
ভুল ছিল হয়ত আমার
এ কথাটি মানি।
সব ভুলে এসো তুমি
ফের বন্ধু হয়ে যাই;
পৃথিবীটাকে আবার
আমাদের রঙে রাঙাই।
১৭.০১.২০১১
কষ্ট দিয়ে থাকি
ক্ষমা কর বন্ধু আমায়
একথা বলে রাখি।
এমনতো কথা ছিল না
তুমি শত্রু হবে;
হবেই যদি শত্রু তুমি
বন্ধু কেন হতে গেলে?
শত্রু যদি হবেই হবে
তবে কেন হাত বাড়ালে
কেন তুমি আপন করে
দূরে শেষে ঠেলে দিলে?
এমন হবার কথা ছিলোনা
তোমার সাথে জানি
ভুল ছিল হয়ত আমার
এ কথাটি মানি।
সব ভুলে এসো তুমি
ফের বন্ধু হয়ে যাই;
পৃথিবীটাকে আবার
আমাদের রঙে রাঙাই।
১৭.০১.২০১১
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন