শনিবার, ১৫ অক্টোবর, ২০১৬

ভবিষ্যত

না, মাথায় আসছে না কিছু
ভাবনাগুলো ঘুরপাক খাচ্ছে মনে,
চিন্তার ভাঁজও জমছে কপালে ক্ষণে
তাড়া গুলো লাগছে আমার পিছু।

আচ্ছা, ঠিক তুইওতো বুড়ি হবি
এমনি করে বয়স বাড়বে তোমারো একদিন,
চামড়া কুঁচকাবে আমারো এমনি প্রতিদিন
আমিও হবো ঠিক বুড়ো কবি।

বলতো, কি রেখে যাবো এ জন্মে
আমাদের ভবিষ্যত প্রজন্মের তরে,
ধরা উপযোগী দিতে হবে করে
এভাবে থেকে যাবো মোরা কর্মে।

বলনা, কি পাঠাবো আমরা অগ্রে
যেখানে পৌঁছাবো ঠিক মরার পরে,
নিজকে গড়তে হবে নবীকে আদর্শ করে
তবেইতো ঠাঁই হবে সে কাঙ্খিত স্বর্গে।


0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites