শনিবার, অক্টোবর ১৫, ২০১৬
জহির রহমান
দেখে এলাম ঘুরে ফিরে
একটি বছর পরে
রাতের ওই কুয়াশা গুলো
চাঁদ রেখেছে ঘিরে।
হিম হিম এই গভীর রাতে
পূর্ণ চন্দ্রিমায়
হারিয়ে যেতে ইচ্ছে করে
তারি মোহনায়।
মেঘ গুলো খেলা করে
চাঁদের চারিপাশে
তারা গুলোও মিটিমিটি
জ্বলে দূর আকাশে।
কি অপরূপ সৃষ্টি তাহার
নাইতো স্রষ্টার তুল
সৃষ্টিকূল তাই সেজদায় লুটতে
করেনা কভু ভুল।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন