এক পশলা বৃষ্টিতে
ভিজিয়ে দিলো শহর
ক্লান্তিময়তা যত
কাটিয়ে প্রহর।
গ্রীষ্মের খরতাপের
তপ্তময় দুপুরে
মেঘের আড়ালে সূর্য হারায়
বৃষ্টি নামে ঝুপুরে।
এক পশলা বৃষ্টি
হয়ে গেল হৃদয়ে
মনেরি আঙ্গিনায় আছো তুমি
নীরালায় গোপনে।
ধরা ছোঁয়ার বাইরে
রাখবো তোমায়
সাজানো বাগানে
এ মনের আঙ্গিনায়।
মে ১৬, ২০১১
ভিজিয়ে দিলো শহর
ক্লান্তিময়তা যত
কাটিয়ে প্রহর।
গ্রীষ্মের খরতাপের
তপ্তময় দুপুরে
মেঘের আড়ালে সূর্য হারায়
বৃষ্টি নামে ঝুপুরে।
এক পশলা বৃষ্টি
হয়ে গেল হৃদয়ে
মনেরি আঙ্গিনায় আছো তুমি
নীরালায় গোপনে।
ধরা ছোঁয়ার বাইরে
রাখবো তোমায়
সাজানো বাগানে
এ মনের আঙ্গিনায়।
মে ১৬, ২০১১
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন