পৃথিবী আছে, থাকবে অনন্তকাল
হয়তো পরিবর্তন, রূপান্তরিত হবে
যেমনি হচ্ছে আজ।
এখানে এসেছি আমি
এ পথ বলবে কী সে কথা ?
যখন আমি হব প্রয়াত
পৃথিবীর সকল মানুষের সাথে
চির ব্যবধান হবে মাটির দেয়াল,
সৃষ্টির সকল কীর্তি ফাঁস
শুরু হবে নতুন করে পুরনো হিসাব,
স্বর্গ কী নরক, যেখানেই হয় বাস
দুঃখ রবে না আমার !
যদি তোমরা বল আমি মানুষ ছিলাম।
২৩/০৫/২০১১
হয়তো পরিবর্তন, রূপান্তরিত হবে
যেমনি হচ্ছে আজ।
এখানে এসেছি আমি
এ পথ বলবে কী সে কথা ?
যখন আমি হব প্রয়াত
পৃথিবীর সকল মানুষের সাথে
চির ব্যবধান হবে মাটির দেয়াল,
সৃষ্টির সকল কীর্তি ফাঁস
শুরু হবে নতুন করে পুরনো হিসাব,
স্বর্গ কী নরক, যেখানেই হয় বাস
দুঃখ রবে না আমার !
যদি তোমরা বল আমি মানুষ ছিলাম।
২৩/০৫/২০১১
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন