আড়ি দেওয়ায় লাঠি দিয়ে
মারলো মাথায় বারি,
জিজ্ঞেস করে আর যাবি বল
আমায় দূরে ছাড়ি?
বললাম আমি ভয় পেয়ে
যাবো না আর ছেড়ে,
যদি যাই নিয়ে নিস
প্রাণটা আমার কেড়ে।
দিচ্ছি কথা ভাঙছি আড়ি
যাবো নাকো দূরে,
হাসবো, খেলবো ছড়া কাটবো
রাখাল বাঁশির সুরে।
জহির রহমান এর লেখার খাতা
আড়ি দেওয়ায় লাঠি দিয়ে
মারলো মাথায় বারি,
জিজ্ঞেস করে আর যাবি বল
আমায় দূরে ছাড়ি?
বললাম আমি ভয় পেয়ে
যাবো না আর ছেড়ে,
যদি যাই নিয়ে নিস
প্রাণটা আমার কেড়ে।
দিচ্ছি কথা ভাঙছি আড়ি
যাবো নাকো দূরে,
হাসবো, খেলবো ছড়া কাটবো
রাখাল বাঁশির সুরে।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন