গুল্ম লতা জড়িয়ে আছে
বিশাল তরুর গাঁয়,
শিরশিরিয়ে বাতাস বহে
রাখাল মাঠে যায়।
শিষ দিয়ে যায় রাখাল বালক
সোনা ফলানো মাঠে,
গরুগুলো তার সাথে।
যাওয়ার পথে, খেয়ালীর ফাঁকে
টান দিয়ে লতা ছিঁড়ে,
ফেলে দেয় পথের বাঁকে।
রাখাল বালক নাইবা জানে
লতা কাঁদে, চোখের জলে;
কত দিনের কত চেষ্টার ফলে
লাতটি উঠে তরুর কোলে।
না বুঝে যে কষ্ট দেয়
চল সবে বুঝাই তারে।
২৮/১২/২০১০
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন