ছেলে বেলার ছবি গুলি
ভেসে উঠে নয়নে,
মনের মাঝে লুকিয়ে ছিল
কত কি যে গোপনে!
অ আ পড়া আর
দুষ্টুমি রত,
ঝগড়া ফ্যাসদ করে কত
করেছি যে ক্ষত!
কোথা গেল সেসব
সোনালী দিন,
তা তা তৈ থৈ থৈ
তাধিন তাধিন।
কানামাছি ভৌঁ ভৌঁ
আর কত খেলা,
খেলা আর ম্যালার মাঝে
কাটিয়ে দিতাম বেলা।
স্কুল পালানো আর ঘুড়ি উড়ানো
এসব কথা বাজে এখন
বহুত আগের পুরনো।
এমন দিন বুঝি
ফিরিবে না আর,
খেলা শেষে ফিরে যেতাম
বাড়ী বাড়ী যার।
৩০/১২/২০১০
ভেসে উঠে নয়নে,
মনের মাঝে লুকিয়ে ছিল
কত কি যে গোপনে!
অ আ পড়া আর
দুষ্টুমি রত,
ঝগড়া ফ্যাসদ করে কত
করেছি যে ক্ষত!
কোথা গেল সেসব
সোনালী দিন,
তা তা তৈ থৈ থৈ
তাধিন তাধিন।
কানামাছি ভৌঁ ভৌঁ
আর কত খেলা,
খেলা আর ম্যালার মাঝে
কাটিয়ে দিতাম বেলা।
স্কুল পালানো আর ঘুড়ি উড়ানো
এসব কথা বাজে এখন
বহুত আগের পুরনো।
এমন দিন বুঝি
ফিরিবে না আর,
খেলা শেষে ফিরে যেতাম
বাড়ী বাড়ী যার।
৩০/১২/২০১০
1 মন্তব্য:
বুঝি না, রবীন্দ্রনাথ কী ভেবে যে বাংলাদেশে ফের
বৃক্ষ হয়ে জন্মাবার অসম্ভব বসনা রাখতেন ।
গাছ নেই নদী নেই অপুস্পক সময় বইছে
পুনর্জন্ম নেই আর, জন্মের বিরুদ্ধে সবাই
শুনুন রবীন্দ্রনাথ, আপনার সমস্ত কবিতা
আমি যদি পুঁতে রেখে দিনরাত পানি ঢালতে থাকি
নিশ্চিত বিশ্বাস এই, একটিও উদ্ভিদ হবে না
আপনার বাংলাদেশ এ রকম নিস্ফলা, ঠাকুর
আধ্যাত্মিক কবিতা
একটি মন্তব্য পোস্ট করুন