পথের পাশে ক্ষুধায় কাতর
কত শত ফুল
ঝড়- বৃষ্টিতে পায়না তারা
একটুখানি কূল।
ক্ষুধার জ্বালায় দুপুর কাটে
কেটে যায় রাত
সেই শিশুটির জন্য তুমি
বাড়িয়েছো হাত?
খালি পায়ে কেউ ছুটে
পায়না কোথাও কাজ
অবুঝ শিশুর মাথায় বোঝা
কোথায় মোদের লাজ?
শীতটা কভূ হয়না ভালো
পায়না লেপের উম
গান শুনিয়ে মশায় চুমে
হয় না তবু ঘুম।
পাথর ভাঙ্গা কল কারখানার
নয়তো তাদের হাত
সব শিশুদের ভালোবেসো
তুলে দাও বই পাঠ।
মে ০১, ২০১১
কত শত ফুল
ঝড়- বৃষ্টিতে পায়না তারা
একটুখানি কূল।
ক্ষুধার জ্বালায় দুপুর কাটে
কেটে যায় রাত
সেই শিশুটির জন্য তুমি
বাড়িয়েছো হাত?
খালি পায়ে কেউ ছুটে
পায়না কোথাও কাজ
অবুঝ শিশুর মাথায় বোঝা
কোথায় মোদের লাজ?
শীতটা কভূ হয়না ভালো
পায়না লেপের উম
গান শুনিয়ে মশায় চুমে
হয় না তবু ঘুম।
পাথর ভাঙ্গা কল কারখানার
নয়তো তাদের হাত
সব শিশুদের ভালোবেসো
তুলে দাও বই পাঠ।
মে ০১, ২০১১
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন