শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১১

হিম হিম মাঝ রাতে

জহির রহমান

ঘড়ির কাটা এখন মাঝ রাতে
সবাই ঘুমাচ্ছে লেপের উষ্ণতায়
আমার চোখে ঘুম নেই
হিম হিম মাঝ রাতে।
জোসনা মাখা সবুজ বন
জোনাকীর উড়াউড়ি আর-
দূরের আকাশে নিপ্তি
জ্বলে থাকা মিটি মিটি তারা।
এই হিম শীতেও আমি নির্বিকার
কোন উষ্ণতাতেই আমার রুচি নেই!
অদূরে দাঁড়িয়ে জারুল গাছ
আমার মতই জেগে
ডালে বাসা বাঁধা পাখিটিও জেগে ;
কুয়াশায় ভিজে জারুলের ডাল মাড়িয়ে
গড়িয়ে পড়ছে অশ্র" ফোটা
তবে কি ছেড়ে গেছো গাছটিকেও
যেভাবে ছেড়ে গেছো আমায়!
১১/১১/২০১১ইং

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites