জহির রহমান ঘড়ির কাটা এখন মাঝ রাতে সবাই ঘুমাচ্ছে লেপের উষ্ণতায় আমার চোখে ঘুম নেই হিম হিম মাঝ রাতে। জোসনা মাখা সবুজ বন জোনাকীর উড়াউড়ি আর- দূরের আকাশে নিপ্তি জ্বলে থাকা মিটি মিটি তারা। এই হিম শীতেও আমি নির্বিকার কোন উষ্ণতাতেই আমার রুচি নেই! অদূরে দাঁড়িয়ে জারুল গাছ আমার মতই জেগে ডালে বাসা বাঁধা পাখিটিও জেগে ; কুয়াশায় ভিজে জারুলের ডাল মাড়িয়ে গড়িয়ে পড়ছে অশ্র" ফোটা তবে কি ছেড়ে গেছো গাছটিকেও যেভাবে ছেড়ে গেছো আমায়! ১১/১১/২০১১ইং |
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন