জহির রহমান। লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার চরপাতা গ্রামে ১৯৯০ সালের ৫ জানুয়ারি জন্ম। তাঁর পিতা- মরহুম আবদুর রহমান,
মাতা- রোকেয়া বেগম ও পিতামহ হাজী আবদুল মান্নান পাটওয়ারী।
২০০৭ সালে দাখিল (এস.এস.সি) পাশের পর ২০০৯ সালে আলিম (এইচএসসি) পরীক্ষা না দিয়েই নিজের খেয়ালের বশবর্তী হয়ে পড়ালেখার ইস্তফা দেন। বর্তমানে তিনি ব্যবসার সাথে জড়িত। একজন গ্রাফিক্স ডিজাইনার ও ফটোগ্রাফার। অবসরে বই পড়তে ও ব্লগিং করতে ভালবাসেন। শখের বশে ছড়া, কবিতা, গল্প ইত্যাদি লিখে থাকেন। তাঁর লেখা ছড়া- কবিতা- গল্প ইত্যাদি প্রিণ্ট মিডিয়া ও অনলাইন মিডিয়ায় প্রকাশিত হয়েছে। একান্ত প্রচেষ্টায় শখের বশে গড়ে তুলেছেন অনলাইন লাইব্রেরী 'জোনাকী'। 'জোনাকী'র 'অনলাইন সম্পাদক' ও 'জোনাকী টিম' এর প্রধান এবং 'রায়পুর নিউজ নেটওয়ার্ক' নামে একটি স্থানীয় নিউজ পোর্টালের 'অনলাইন সম্পাদক' এর দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও তিনি সামাজিক নানা কর্মকান্ডের সাথে 'মাসিক কিশোর সাহিত্যে'র সম্পাদনা করছেন।
তাকে পাবেন যেখানে-
ফেসবুক লিংক
ফেসবুক পেজ
টুয়িটার লিংক
গুগল প্লাস
ইয়াহু আইডি : jaherrahman
জিমেইল আইডি : jaherrahman
হটমেইল আইডি : jaherrahman
নকিয়া অভি মেইল : jaherrahman
স্কাইপি আইডি : jaherrahman
মাতা- রোকেয়া বেগম ও পিতামহ হাজী আবদুল মান্নান পাটওয়ারী।
২০০৭ সালে দাখিল (এস.এস.সি) পাশের পর ২০০৯ সালে আলিম (এইচএসসি) পরীক্ষা না দিয়েই নিজের খেয়ালের বশবর্তী হয়ে পড়ালেখার ইস্তফা দেন। বর্তমানে তিনি ব্যবসার সাথে জড়িত। একজন গ্রাফিক্স ডিজাইনার ও ফটোগ্রাফার। অবসরে বই পড়তে ও ব্লগিং করতে ভালবাসেন। শখের বশে ছড়া, কবিতা, গল্প ইত্যাদি লিখে থাকেন। তাঁর লেখা ছড়া- কবিতা- গল্প ইত্যাদি প্রিণ্ট মিডিয়া ও অনলাইন মিডিয়ায় প্রকাশিত হয়েছে। একান্ত প্রচেষ্টায় শখের বশে গড়ে তুলেছেন অনলাইন লাইব্রেরী 'জোনাকী'। 'জোনাকী'র 'অনলাইন সম্পাদক' ও 'জোনাকী টিম' এর প্রধান এবং 'রায়পুর নিউজ নেটওয়ার্ক' নামে একটি স্থানীয় নিউজ পোর্টালের 'অনলাইন সম্পাদক' এর দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও তিনি সামাজিক নানা কর্মকান্ডের সাথে 'মাসিক কিশোর সাহিত্যে'র সম্পাদনা করছেন।
তাকে পাবেন যেখানে-
ফেসবুক লিংক
ফেসবুক পেজ
টুয়িটার লিংক
গুগল প্লাস
ইয়াহু আইডি : jaherrahman
জিমেইল আইডি : jaherrahman
হটমেইল আইডি : jaherrahman
নকিয়া অভি মেইল : jaherrahman
স্কাইপি আইডি : jaherrahman
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন