অক্টোবর এলেই খুব
জোরেশোরে উচ্ছারিত হয় "বিশ্ব শিশু অধিকার দিবস " প্রসংগটি । দিনটি গিরে চলে
কতশত সভা সেমিনার ও সিম্পোজিয়াম । আজকাল তো আলোচনার ঢল উঠে গেছে গোল টেবিল
পর্যন্ত , কিন্তু ঐ পর্যন্তই ! শিশুদের নিয়ে এই দিনে যতকথা বলা হয় , যত
স্বপ্ন দেখানো হয় , দুঃখের বিষয় যে, দিনটি পার হয়ে গেলে সে সবের কোন কিছুই
আর বাস্তবায়ন হয় না । এটা কাম্য নয় , আমরা আশা করি শিশু অধিকার নিয়ে আরো
বেশি সচেতনতার । কেননা শিশুরাই জাতির উজ্জল ভবিষ্যৎ , তারাই আমাদের স্বপ্ন
বীজ । সুতরাং তাদের জন্য একটি সুন্দর যোগ্য পরিবেশ উপহার দেয়ার দায়িত্ব
আমাদেরই । এই দায়িত্ব ে কর্তব্যের কথা আমরা যেন ভুলে না যাই ।
১৮ অক্টোবর ২০১০ এ লেখা ব্লগ।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন